Logo
Logo
×

রাজনীতি

নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তাকে দলে স্বাগত জানান।

এ সময় আমীর খসরু বলেন, ‘সেলিমের যোগদান লক্ষ্মীপুর-১ আসনে দলের নির্বাচনী প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। ’ উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম—এ তথ্য আগেই জানিয়েছিল বিএনপি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার