Logo
Logo
×

রাজনীতি

নতুন নির্বাচনি জোট গড়ছে ৩ দল, কারা থাকছে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

নতুন নির্বাচনি জোট গড়ছে ৩ দল, কারা থাকছে

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক ও নির্বাচনি জোট। রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

কিছুদিন ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ- এ চার দলের সমন্বয়ে নির্বাচনি জোটের আলোচনা চলছিল। পরিশেষে এ জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এ জোটে থাকছে না গণঅধিকার পরিষদ।

দলগুলোর পক্ষ থেকে জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’।

তিন দলের এ জোটের বিষয়টি গণমাধ্যমকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপির নেতৃত্বে তিন দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে রাজনৈতিক ও নির্বাচনি জোট আসছে।’ 

এ ছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও গণমাধ্যমকে নতুন এ জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার