যে কারণে বহিষ্কার হলেন জামায়াত নেতা নুরুল্লাহ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আ শনিবার (৬ ডিসেম্বর) জেলা জামায়াত সাংগঠনিকভাবে তদন্ত করার পর তাকে বহিষ্কারের ঘোষণা দেয়। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ ওঠে, নুরুল্লাহ যে মাদ্রাসায় চাকরি করেন সেখানে তিনি এক শিক্ষার্থীর মায়ের মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠান। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনরা তাকে মারধর করেন। সেখানে জবানবন্দির কিছু অংশ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ হলে তা দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি আবার ডিলিট করা হয়।
অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত নুরুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।
জানতে চাইলে হাফেজ নুরুল্লাহ বলেন, আমি যে মাদ্রাসায় চাকরি করি ওই মাদরাসার মালিকের সঙ্গে স্থানীয়দের মামলা চলে। ওই মামলার জেরে গত ২৮ তারিখ রাতে আমাকে তারা জোর করে একটি ঘরে আটকে রেখে মারধর করে ৫ লাখ টাকা দাবি করে। তারা আমার এটিএম কার্ড নিয়ে রাতেই ৩০ হাজার টাকা নিয়ে যায় এবং পরে বিকাশের মাধ্যমে আরও সাড়ে ১১ হাজার টাকা মোট ৪১ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এসব ঘটনা রটিয়েছেন।