Logo
Logo
×

রাজনীতি

জাতীয়তাবাদী কর্মজীবী দলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম

জাতীয়তাবাদী কর্মজীবী দলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তরের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মো. নিজাম উদ্দিনকে, আর সদস্যসচিব হয়েছেন সৈয়দ জিয়াউল হক।

শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন খান ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার এই কমিটি অনুমোদন করেন। আগামী তিন মাসের মধ্যে মহানগর উত্তরের সব থানা কমিটি গঠন করে পরবর্তীতে মহানগর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানানো হয়।

নতুন এই কমিটিতে জাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এ আর আশিক চৌধুরী, মো. মনজিল হোসেন, সৈয়দ একরাম উদ্দিন মঞ্জু, মো. আলী হোসেন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মনিরুল ইসলাম মাহমুদ, হিরো জোয়ারদারসহ ২০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সাদ্দাম হোসেন তুরিন, আশিক উল্লাহ, হানিফ মৃধা, খোকন শিকদার, জাকির হোসেন, জসিম হাওলাদারসহ ২০ জনকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার