দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এনে ১৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে মানবতার জোট এর আত্মপ্রকাশ করেছে।
রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণের ভি.আইপি লাউঞ্জে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জোটভুক্ত দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ ‘মানবতার জোট’ ঘোষণা করেন।
জোটভুক্ত সকল দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান কাজী ছাব্বীরকে আহবায়ক, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারীকে সদস্য সচিব করা হয়।
লেভেল প্লেইং ফিল্ড, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় থাকার নিশ্চয়তা পেলে যেকোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে মানবতার জোট অংশগ্রহণ করবে বলে জানান ২৪-এর গণঅভ্যুত্থান সমর্থিত এই জোটের নেতৃবৃন্দ।
তবে বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মানবতার জোট মনে করে।