চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় এসে চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে যেতে পারেন লন্ডনে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জুবাইদা রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তার ফ্লাইট লন্ডন ছেড়েছে। আজ সকাল ১১টার দিকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
জুবাইদা রহমান দেশে ফেরার পর সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। এরইমধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নেয়ার জন্য একটি গাড়ি এসে পৌঁছেছে। তিনি দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া। এজন্য কাতার থেকে আসছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স।
তবে গতকাল রাতে বিএনপি সূত্র থেকে জানা গেছে, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে 'কারিগরি সমস্যা' দেখা দেয়ায় লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে।
কাতার আমিরের এই এয়ার অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আধুনিক সব ধরনের চিকিৎসা সরঞ্জামের সুবিধা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন ডাক্তারসহ ১৭ জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।