ঢাকায় বিএনপির আরও ৪ প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন পেলেন যারা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ এএম
প্রথম ধাপে ২৩৬ জনের পর দ্বিতীয় ধাপে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ চারটি আসনও রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। এ নিয়ে ঢাকার মোট ২০টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী চূড়ান্ত করল দলটি। এর আগে প্রথম ধাপে ঢাকায় ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এখনো রাজধানীর ৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।
দ্বিতীয় ধাপে ঘোষিত ঢাকার ৪টি আসনের মধ্যে ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
পুরান ঢাকার ঢাকা-৭ আসনে মনোনয়ন পাওয়া হামিদুর রহমান এবারই প্রথম জাতীয় নির্বাচনে লড়বেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছিল, আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়া হতে পারে। মামুনুল হকের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের মোর্চায় সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত এখানে নিজস্ব প্রার্থীই দিল বিএনপি।
ঢাকা-৯ আসনে মনোনয়ন পাওয়া হাবিবুর রশিদ হাবিবও প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আসনটিতে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্যদিকে, এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা নির্বাচন করছেন। প্রথম ধাপে আসনটি ফাঁকা রাখায় গুঞ্জন ছিল তাসনিম জারার জন্যই হয়তো বিএনপি আসনটি ফাঁকা রেখেছে। তবে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা করে সেই গুঞ্জনের অবসান ঘটাল দলটি।
ঢাকা-১০ আসনে ২০১৮ সালের মতো এবারও আস্থা রাখা হয়েছে শেখ রবিউল আলমের ওপর। এখানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীমও মনোনয়ন চেয়েছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জোর আলোচনা ছিল। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি উপদেষ্টার পদ ছেড়ে প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রবিউল আলমকেই বেছে নিল বিএনপি।
অন্যদিকে বৃহত্তর উত্তরা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে। তিনি এর আগেও জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। গত মাসের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেন। এরপর তাকে নিয়ে এই আসনে মনোনয়নের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ নেতাকেই বেছে নিয়েছে দল।