Logo
Logo
×

রাজনীতি

এক পরিবারের একজনকে প্রার্থী করার ‘নীতি’ ভাঙল বিএনপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

এক পরিবারের একজনকে প্রার্থী করার ‘নীতি’ ভাঙল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষণা করেছিল, এক পরিবার থেকে একজনই প্রার্থী দেওয়া হবে। তবে এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার ‘নীতি’ নিলেও একটি পরিবারের ক্ষেত্রে এ নিয়মের বাইরে গিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। 

জানা যায়, প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে প্রার্থী করেছিল বিএনপি। এবার দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনে দলটির প্রার্থী মনোনীত হয়েছেন তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন এখন বিএনপির প্রচার সম্পাদক।

বিএনপির ঘোষিত নীতি অনুযায়ী, একটি পরিবার থেকে একজনের বেশি কাউকে মনোনয়ন দেওয়ার প্রবণতা এড়াতে চেয়েছিল দল। বিশেষ করে দলীয় নামের পাশ থেকে ‘পারিবারিক রাজনীতি’-এর অভিযোগ দূর করার লক্ষ্যেই এ নীতি নেওয়া হয়েছিল বলে দলীয় নেতারা আগে বিভিন্ন সময়ে জানিয়েছেন।

এবারের তালিকায় ওই নীতি শিথিল হয়েছে কি না, অথবা বিশেষ রাজনৈতিক বাস্তবতার কারণে ব্যতিক্রম করা হয়েছে কি না সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে, টাঙ্গাইল অঞ্চলের সংগঠনগত বাস্তবতা, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা এবং নির্বাচনী হিসাব-নিকাশ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার