Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন যে ১৪ জন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন যে ১৪ জন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি এগিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড। দলের পক্ষ থেকেও যাবতীয় প্রক্রিয়া শেষের পথে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত অথবা শুক্রবার সকালে তাকে বহনকারী কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারে। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে যাবেন আরও ১৪ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই ১৪ জন হলেন– খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এরই মধ্যে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত হন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার