Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি একই সঙ্গে গণমাধ্যম ও সাধারণ মানুষকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন এই তথ্য জানান।

এর আগে, ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বিএনপির পক্ষ থেকে চিকিৎসার প্রথম দিকে তার অবস্থাকে সংকটময় বলে জানানো হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রাখা হয় এবং নিবিড় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের সামনে দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। সাধারণ লোকজনকে হাসপাতালের আশপাশে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় নিয়ন্ত্রণ করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার