বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকজ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ এএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থার মধ্যেই মহাসড়ক অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি করা শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে জেলা বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই নেতাকে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। তারা দুজনই যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আর এ আসনে দলের প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেন যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এ দুই নেতার অনুসারীরা। দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবস্থান কর্মসূচির ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধানের সংকটময় মুহূর্তে এ ধরনের কর্মসূচি হওয়ার কারণে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয় বিএনপিকে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে করা শোকজ নোটিশে বলা হয়েছে, আপনাদের মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, মোটরসাইকেল মহড়া না করার জন্য। মৌখিক নির্দেশ অমান্য করে গত ২৯ নভেম্বর শার্শায় আপনাদের অনুসারীরা মহাসড়ক অবরোধ করে প্রার্থীর বিরুদ্ধে সভা, সমাবেশ ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ নানান কার্যক্রম করেছেন। দুঃখজনক বিষয় হল যখন দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে সকল কর্মসূচি বন্ধ করা হয়েছে। সে সময় বিবেক বিবর্চিত এইসব কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখিন হয়েছে। পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। দায়িত্বশীল পদে থেকে আপনারা এর দায়ভার থেকে মুক্ত নন। এসব নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিকট উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দলীয় মনোনয়ন না পাওয়াতে শার্শা উপজেলার সভাপতি সম্পাদক নানা কর্মসূচি করে আসছিলেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এ ধরণের কর্মসূচি করতে নিষেধ করেছিলাম। তারপরেও গত ২৯ নভেম্বর সড়ক অবরোধ করে কর্মসূচি করে তাদের অনুসারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারা এমন সময়ে কর্মসূচি করেছে; তখন দলীয় প্রধান অত্যন্ত সংকটময় মুহূর্তে চিকিৎসাধীন। তাই সমালোচনা বেশি হয়েছে।
আর অভিযোগের বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির বলেন, শো'কজের চিঠি পেয়েছি। জেলার নেতারা গতদিনের কর্মসূচির বিষয়ে জানতে চেয়েছেন। তবে গতদিনের কর্মসূচিতে আমরা ছিলাম না।