গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এককভাবে সরকার গঠনের দৌড়ে ১ নম্বরে জামাত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সেলিম উদ্দিন বলেছেন, সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী তাদের দলই নাকি এককভাবে সরকার গঠনের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে।
তার দাবি, বিভিন্ন সংস্থা—দেশি ও বিদেশি—যে মূল্যায়ন করেছে, তাতে জামায়াত এবং তাদের মিত্রদের জন্য ২০০–এর বেশি আসনের সম্ভাবনা দেখানো হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের এম সি একাডেমি মাঠে ছাত্র-যুবসমাজকে নিয়ে আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করা সেলিম উদ্দিন বলেন, “আমাদের সঙ্গে এবার শক্তিশালী ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে—চরমোনাই পীর, আল্লামা মামুনুল হকসহ হেফাজতের বড় অংশ এবং বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল আমাদের পাশে রয়েছে।”
তার বক্তব্যে উঠে আসে, এই সমর্থন এবং গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতেই জোটের আসনসংখ্যা ২০০ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেটকে সামনে রেখে তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনের পর দেশের নেতৃত্বে সিলেটের অবদান নতুনভাবে দৃশ্যমান হবে—আমরা আশা করি, ডা. শফিকুর রহমান সিলেট থেকেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, “গত দেড় বছরে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্যই তারা তাদের বহু নেতাকর্মীর মৃত্যুর ঘটনার দিকে ঠেলে দিয়েছে।
দলীয় স্বার্থ, ব্যক্তিস্বার্থ আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত একটি দলের পক্ষে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।”
এ সময় তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের সময়ে জামায়াতের ওপর “ন্যায়বিচারের নামে” বহু হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচিত হয়েছে।