সিলেটের ১৯ আসনে ছোট দলগুলোরই ১০০ প্রার্থী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ছাড়াও সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে তুলনামূলক ছোট দলগুলোই প্রায় ১০০ প্রার্থী দিচ্ছে। ৭টি প্রধান ছোট দল থেকে ১৯টি আসনে ৭০ প্রার্থী এখন সিলেটের মাঠে। এর মধ্যে মনোনয়ন পাওয়া প্রার্থীরা ইতোমধ্যে মাঠে তৎপর। এছাড়া বাকি দলগুলোর মনোনয়ন প্রক্রিয়াধীন।
শুধু ছোট সব দলের প্রার্থিতার তালিকা প্রকাশ পেলে তা একশ ছাড়িয়ে যাবে। এর মধ্যে খেলাফত মজলিস সিলেটের ১৯টি আসনে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৭টি আসনে প্রার্থীর নাম ইতোমধ্যে ঘোষণা করেছে। খেলাফত মজলিসের ১৯ প্রার্থীর তালিকায় রয়েছেন, সিলেট-১ আসনে তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে আবুল হাসান, সিলেট-৬ আসনে সাদিকুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে আবদুল কাদির, মৌলভীবাজার-১ আসনে লোকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ, হবিগঞ্জ-১ আসনে আবদুল কাইয়ুম, হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিত, হবিগঞ্জ-৩ আসনে ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১৭ প্রার্থী হলেন, সিলেট-২ আসনে হোসাইন আহমদ, সিলেট-৩ আসনে নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে ফখরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনে তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে নুরুল হক, মৌলভীবাজার-১ আসনে বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে শেখ নূরে আলম হামিদী, হবিগঞ্জ-১ আসনে সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে এখলাছুর রহমান, হবিগঞ্জ-৩ আসনে মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে নুরুজ্জামান আসাদী।
গণঅধিকার পরিষদের ১৫ প্রার্থীর মধ্যে রয়েছেন, সিলেট-১ আসনে আকমল হোসেন, সিলেট-২ আসনে জামান আহমেদ সিদ্দিকী, সিলেট-৪ আসনে জহিরুল ইসলাম, সিলেট-৫ আসনে শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট জাহিদুর রহমান, সুনামগঞ্জ-৩ আসনে পারভেজ আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে সওগাত উসমানী চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আসগর আলী, মৌলভীবাজার-২ আসনে খন্দকার সাইদুজ্জামান সুমন, মৌলভীবাজার-৩ আসনে অপু রায়হান, মৌলভীবাজার-৪ আসনে হারুনুর রশীদ, হবিগঞ্জ-১ আসনে আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম খান এবং হবিগঞ্জ-৩ আসনে চৌধুরী আশরাফুল বারী নোমান। অন্যদিকে, জাতীয় পার্টি (কাদের) নির্বাচনে অংশ নেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। বিভাগের ১৯ আসনের প্রার্থী তালিকাও ইতোমধ্যে অনেকটা চূড়ান্ত করেছে। এর মধ্যে তালিকা পাওয়া গেছে সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীর। তারা হলেন সিলেট-১ আসনে আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে আবুল কালাম, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ, এবং সিলেট-৬ আসনে আব্দুর নূর বড়ভূঁইয়া।
জাপা সিলেট মহানগরের সদস্য সচিব ও সিলেট ১ আসনের প্রার্থী আব্দুস শহীদ লস্কর বলেন, পুরো বিভাগের ১৯ আসনেই প্রার্থী দেওয়া হবে বলে শুনেছি। কারণ নিকট অতীতে সিলেট জাপার ঘাঁটি ছিল। জাতীয় পার্টি (রওশন) বলয়ের কেন্দ্রীয় অন্যতম শীর্ষ নেতা ইশরাকুল হোসেন শামীম বলেন, জাপা নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি নির্ভর করছে নির্বাচন কমিশনের আচরণ ও মাঠের পরিস্থিতির ওপর। বামপন্থি রাজনৈতিক দল বাসদ (মাকর্সবাদী) মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিমকে তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।
বাসদের অপর বলয় সিলেট-১ (মহানগর-সদর) আসনে প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৪ আসনে অ্যাডভোকেট আবুল হাসান, হবিগঞ্জ-১ আসনে কমরেড আক্তার হোসেন অলক, হবিগঞ্জ-২ আসনে কমরেড লোকমান আহমেদ তালুকদার, হবিগঞ্জ-৩ আসনে কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী এবং হবিগঞ্জ-৪ আসনে কমরেড আব্দুল কদ্দুছ মজুমদারকে প্রার্থী করেছে। বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, আপাতত এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। আরও কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তাছাড়াও মনোনয়ন চূড়ান্ত করেছে জুলাই বিপ্লবের বহুল আলোচিত এনসিপি।
সিলেটের ১৯ আসনের বিপরীতে বিপুল পরিমাণ মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। জেলা এনসিপির শীর্ষ নেতা এহতেশামুল হক যুগান্তরকে বলেন, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী দু-এক দিনের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করার কথা।