মঞ্জু-আনিসের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ ৬ ডিসেম্বর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ এএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টি-জাপার একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন জোট গঠন হচ্ছে। সম্ভাব্য নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট।
১৬টি দল নিয়ে গঠিত এই জোটে নির্বাচন কমিশনে নিবন্ধিত পাঁচটি। মুখপাত্র করা হচ্ছে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে। অন্তর্ভুক্ত সব দলের নেতাদের সমন্বয়ে গঠন করা হচ্ছে লিয়াজোঁ কমিটি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে ৬ ডিসেম্বর। রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে গতকাল ১৬ দলের নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে।
জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার জানান- বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর জোট করতে আমরা সভা করেছি। ১৬টি রাজনৈতিক দলের নেতারা এ ব্যাপারে একমত হয়েছেন।
চলতি সপ্তাহে এ জোটের আত্মপ্রকাশ হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ থাকলে আগামী নির্বাচনে অংশ নেব। তার দাবি- এখন পর্যন্ত দেশে নির্বাচন আয়োজনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
জোটে অন্তর্ভুক্ত অন্য দলগুলো হলো- গোলাম সারোয়ার মিলন নেতৃত্বাধীন জনতা পার্টি বাংলাদেশ, এ এন এম সিরাজুল ইসলামের বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন), অ্যাডভোকেট মহসিন রশিদের বাংলাদেশ মুসলিম লীগ, শেখ সালাউদ্দিন সালুর ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, মাওলানা আশরাফুল হকের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, সেকান্দার আলী মনির বাংলাদেশ লেবার পার্টি, আবু নাসের ওহেদ ফারুকের বাংলাদেশ ইসলামিক জোট, মেজর (অব.) আমীন আহমেদ আফসারীর জাতীয় সংস্কার জোট, শেখ মুস্তাফিজুর রহমানের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, মো. আখতার হোসেনের বাংলাদেশ মানবাধিকার পার্টি, মো. মোশারফ হোসেনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও মহিউদ্দিন বাবলু নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ সৃষ্টির সময় থেকে ঐক্যের কথা বলছি। আজও বলছি। নির্বাচিত-অনির্বাচিত সরকার দেখেছি। সামরিক শাসন দেখেছি। আমি উদারপন্থি। সবার কথা শুনতে চাই। সাহসিকতার সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছি। সক্রিয় রাখা বিরাট চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ চেষ্টা করলে এ জোট নিয়ে বহুদূর যেতে পারব।