Logo
Logo
×

রাজনীতি

সুখবর পেলেন বিএনপি নেতা এনামুল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

সুখবর পেলেন বিএনপি নেতা এনামুল

এবার সুখবর পেলেন খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

চিঠিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে। বিষয়টি অবগতির জন্য খুলনা বিভাগীয় ও জেলা বিএনপির নেতাদেরকেও অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারে এলাকার সাধারণ মানুষের ভেতর প্রশান্তি ফিরেছে। বৃহস্পতিবার এনামুলকে শুভেচ্ছা জানিয়ে বিশাল র‌্যালি করেছেন এলাকাবাসী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার