Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে কি না, প্রশ্ন রুমিনের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে কি না, প্রশ্ন রুমিনের

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় যথাযথ চিকিৎসা পাননি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কারাগারে থাকা অবস্থায় তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করা হয়েছিল কি না যার ফলে তাঁর শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে, তা জাতি জানতে চায়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জ্ঞানের আলো একাডেমি’ নামে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, একজন সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন ঘটল, এ প্রশ্নের জবাব আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দিতে হবে।'

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করছেন।

সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না, জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।

কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার