Logo
Logo
×

রাজনীতি

পাবনায় হামলা, বিএনপিকে কড়া বার্তা জামায়াত আমিরের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:২১ এএম

পাবনায় হামলা, বিএনপিকে কড়া বার্তা জামায়াত আমিরের

পাবনায় জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডলের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। যদিও বিএনপি উল্টো জামায়াতকে দোষারোপ করেছে এমন ঘটনার জন্য। এর মধ্যে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

বৃহস্পতিবার (২৭নভেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াত আমির এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

জামায়াত আমির বলেন, পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

শফিকুর রহমান বলেন, ‘প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।’

জামায়াত আমির বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার