Logo
Logo
×

রাজনীতি

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে অগ্নিকাণ্ড

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:২০ এএম

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে অগ্নিকাণ্ড

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলানীর গাড়িবহরের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন আহত হন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত প্রাইভেটকারে আগুন ধরে।

আহতরা হলেন- ড্রাইভার রফিকুল ইসলাম, ফরহাদ আহমেদ, সাইফুল ইসলাম শান্তি এবং সিরাজুল ইসলাম। তারা সবাই ড. রফিকুল ইসলাম হিলানীর কর্মী।

ড. রফিকুল ইসলাম হিলানী জানান, চট্টগ্রামে জনসভার উদ্দেশ্যে যাওয়ার পথে বহরে থাকা আমার একটি প্রাইভেটকার ওভারহিট হয়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর শেখেরচর (বাবুরহাট) মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে পৌঁছলে চলন্ত গাড়িতে আগুন লেগে চারজন আহত হয়েছেন। তবে এতে আশপাশের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার