আবদুল আউয়াল মিন্টুর প্রচারণায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টির অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে বালুর ট্রাক দিয়ে বিএনপির একাংশ বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
তিনি অভিযোগ করে বলেন, কতিপয় জেলা বিএনপির নেতার উসকানিতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি পথসভায় উসকানিমূলক বক্তব্য ও দাগনভূঞা উপজেলার জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করে। বিএনপির নিবেদিত কর্মী সমর্থকদের প্রতিরোধের মুখে পুলিশ ও সেনাবাহিনীর সক্রিয় ভূমিকায় বালুর ট্রাক সরিয়ে নিতে বাধ্য হয়।
মিন্টু উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলী বাজারে মাগরিবের নামাজের পর নির্বাচনি পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনের (দাগনভূঞা-সোনাগাজী) বিএনপি ঘোষিত প্রার্থী হিসেবে বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচনি প্রচার-প্রচারণায় এলাকায় আসেন। ওই দিন দুপুর ২টার সময় ফেনীর প্রান্তঃসীমায় মোহাম্মদ আলী বাজারে পৌঁছলে বিপুলসংখ্যক নেতাকর্মী গাড়ির বহর নিয়ে মিন্টুকে বরণ করে নেন।
ফেনীর মহিপাল, দাগনভূঞার সিলোনিয়ায়, বেকেরবাজারে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বিকাল ৪টার সময় দাগনভূঞার অভিমুখে রওনা দিলে বিদ্রোহী গ্রুপ দাগনভূঞা বাজারে এলোপাতাড়ি বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাতে মিন্টুর সমর্থকরা বালুর ট্রাক সরাতে চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও পুলিশ বালুর ট্রাক সরিয়ে নিলে মিন্টু নির্বাচনি পথসভা উপজেলার তুলাতলীতে বক্তব্য প্রদান করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহেদ পারভেজ যুগান্তরকে জানান, ফোর্স নিয়ে আমি সড়ক থেকে বালুর ট্রাক সরিয়ে মিন্টু সাহেবের পথ সুগম করে দিয়েছি। উত্তেজনা দেখা দিলে তা নিয়ন্ত্রণে আনি।