সুসংবাদ পাওয়া আক্তারুজ্জামানকে দুঃসংবাদ দিল বিএনপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দল থেকে দুঃসংবাদ পেয়েছেন। দলের পক্ষ থেকে আগেই তার বহিষ্কার প্রত্যাহারের যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে সুসংবাদ দেওয়া হয়েছিল, সেটিতে পরে সংশোধনী আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভুলবশত আজ (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি, আক্তারুজ্জামানের বহিষ্কার আদেশ বহাল থাকবে।’
দলের এই সিদ্ধান্তের ফলে আক্তারুজ্জামানের কার্যক্রমে এখনও কোনো শিথিলতা এসেছে না। দলীয় সূত্রে জানা গেছে, সংশোধনী বিজ্ঞপ্তি আসার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীরা বিভ্রান্তি কাটাতে কার্যক্রমে সতর্কতা অবলম্বন করছেন।
এর আগে আক্তারুজ্জামানের বহিষ্কার নিয়ে দলের অভ্যন্তরে ও স্থানীয় রাজনীতি পর্যায়ে নানা গুঞ্জন চলছিল। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ বর্তমান অবস্থায় অটুট থাকবে এবং কেউ তা প্রতিহত করতে পারবে না।