Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলের পরোক্ষ সমর্থনের প্রতিবাদে ওলামা দল নেতার পদত্যাগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

মির্জা ফখরুলের পরোক্ষ সমর্থনের প্রতিবাদে ওলামা দল নেতার পদত্যাগ

বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ'কে নিয়ে কটূক্তি ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পরোক্ষ সমর্থনের অভিযোগ তুলে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

বিবৃতিতে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি ভন্ড বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে নিয়ে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ না জানিয়ে উক্ত ব্যক্তির পক্ষে অযৌক্তিক সাফাই গেয়ে মুসলিমদের হতাশ ও ব্যথিত করেছেন। ডানপন্থী জাতীয়তাবাদী আদর্শের একটি দলের মহাসচিবের এমন অবস্থান মোটেও কাম্য নয়, বরং তা দলের ধর্মীয় ও আদর্শিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

আল্লাহকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তির পক্ষ নিয়ে ইসলামপ্রিয় জনগণের অনুভূতিকে ‘ধর্মান্ধতা’ হিসেবে তুলে ধরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ধর্মান্ধ নই আমরা ধর্মভীরু। আমি মনে করি, মির্জা ফখরুল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মান্ধ-উগ্র বলে উসকানি দিয়েছেন।

একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মির্জা ফখরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আরও বলেন, মির্জা ফখরুল কোন মতলবে কাদের সন্তুষ্ট করতে বিএনপিকে ইসলামের মুখোমুখি দাঁড় করাচ্ছেন তা তদন্ত করার আহ্বান জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইসলাম সম্পৃক্ত আদর্শ ও মূল্যবোধ রক্ষায় দলীয় অবস্থান স্পষ্ট করার দাবীও জানান তিনি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা দেলোয়ার হোসেন জিলু বলেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, পছন্দ ও যার যার নিজের। তিনি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন। জেলা কমিটি থেকে পদত্যাগ করতে হয় কেন্দ্রীয় কমিটির কাছে। মির্জা ফখরুলের বিরুদ্ধে তিঁনি কি অভিযোগ করেছেন, সে বিষয়ে আমি তেমন কিছু জানি না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার