Logo
Logo
×

রাজনীতি

মধ্যডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, ভোটার হওয়া নিয়ে নয়াতথ্য দিল ইসি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

মধ্যডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, ভোটার হওয়া নিয়ে নয়াতথ্য দিল ইসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরতে পারেন। দেশে ফেরার পর তিনি ভোটার হবেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তফসিল ঘোষণার আগে তার ভোটার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত তিনি ভোটার হওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সদস্য আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। তবে যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর হয়েছে তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন না।

ইসির এ কর্মকর্তা আরও বলেন, যাদের বয়স বেশি, তাদের মধ্যে কেউ বাদ পড়লে তাদের ভোটার হওয়ার সুযোগ দেবে ইসি। এক্ষেত্রে কমিশন ওই এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে। যিনি নির্বাচনে অংশ নেবেন, তাকে মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন।

৫ আগস্টের পর জোবাইদা রহমান দেশে ফিরে ভোটার হলেও তারেক রহমান ভোটার হননি। ভোটার হওয়ার জন্য এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে আবেদনও করেননি। দেশে ফিরেই তিনি ভোটার হবেন বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার