বাসদের প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১৮ এএম
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই পরিচালনাকারী ও গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একটি দল। অর্থ ও পেশিশক্তির বিপরীতে দাঁড়িয়ে আমরা গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করি। আগামী নির্বাচনেও গণমানুষের নিজস্ব শক্তি ও গণআন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষে আমরা মানুষের কাছে যাব।
তিনি আরও বলেন, আমরা আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করলাম। পরবর্তীতে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। আশা করি দেশের জনগণ আমাদের দলকে সমর্থনের পাশাপাশি নির্বাচনি তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করবেন।
ঘোষিত প্রার্থী তালিকা রয়েছেন দিনাজপুর-২ আসনে কামরুল আলম, নীলফামারী-১ আসনে রফিকুল ইসলাম, নীলফামারী-৪ আসনে মাইদুল ইসলাম, রংপুর-১ আসনে আহসানুল আরেফিন তিতু, রংপুর-৩ আসনে আনোয়ার হোসেন বাবলু, রংপুর-৪ আসনে প্রগতি বর্মণ তমা, রংপুর-৫ আসনে বাবুল আক্তার, কুড়িগ্রাম-৪ আসনে রাজু আহমেদ, গাইবান্ধা-১ আসনে পরমানন্দ দাস, গাইবান্ধা-২ আসনে আহসানুল হাবিব সাঈদ, গাইবান্ধা-৩ আসনে কাজী আবু রাহেন শফিউল্লাহ, গাইবান্ধা-৫ আসনে রাহেলা খাতুন, জয়পুরহাট-১ আসনে তৌফিকা দেওয়ান লিজা ও বরিশাল-৫ আসনে সাইদুর রহমান।
তালিকায় আরও আছেন, ময়মনসিংহ-১ আসনে আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ-৩ আসনে আরিফুল হাসান, ময়মনসিংহ-৪ আসনে শেখর রায়, শেরপুর-৩ আসনে মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনে আলাল মিয়া, ঢাকা-৫ আসনে শাহিনুর আক্তার সুমি, ঢাকা-৭ আসনে সীমা দত্ত, ঢাকা-৮ আসনে রাফিকুজ্জামান ফরিদ, ঢাকা-১৬ আসনে রাশেদ শাহরিয়ার, গাজীপুর-১ আসনে তসলিমা আক্তার বিউটি, গাজীপুর-২ আসনে মাসুদ রেজা, গাজীপুর-৩ আসনে সোহেল রানা, গাজীপুর-৬ আসনে শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ আসনে সাদেকুল ইসলাম, মাদারীপুর-২ আসনে দিদারুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম, ১১ ফেনী-২ আসনে ইন্দ্রাণী ভট্টাচার্য, নোয়াখালী-৪ আসনে বিটুল তালুকদার, নোয়াখালী-৫ আসনে মুনতাহার প্রীতি, লক্ষীপুর-৪ আসনে শাহরিয়ার মাহমুদ আবির, চট্টগ্রাম-৯ আসনে শফিউদ্দিন কবির আবিদ, চট্টগ্রাম-১০ আসনে আসমা আক্তার এবং চট্টগ্রাম-১১ আসনে দীপা মজুমদার।