Logo
Logo
×

রাজনীতি

এবার সুখবর পেলেন মানিকগঞ্জে বিএনপির ৯ নেতা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম

এবার সুখবর পেলেন মানিকগঞ্জে বিএনপির ৯ নেতা

এবার সুখবর পেলেন মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নয় নেতা। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। দল পুনর্গঠনের চলমান প্রক্রিয়া এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন- জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন (মুসা), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান তুষার, সাটুরিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক, সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, সিংগাইর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আফরোজা রহমান লিপি, এবং মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম রাজা।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনার মাধ্যমে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার