Logo
Logo
×

রাজনীতি

‘জামায়াত নেতার বক্তব্য নব্য স্বৈরাচার হওয়ার ইঙ্গিত’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

‘জামায়াত নেতার বক্তব্য নব্য স্বৈরাচার হওয়ার ইঙ্গিত’
প্রশাসনকে নিয়ে চট্টগ্রামের একটি সমাবেশে দেওয়া জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের একটি সমাবেশে দেওয়া জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর একটি বিতর্কিত বক্তব্য বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দৃষ্টিগোচর হয়েছে। গত ২২ নভেম্বর চট্টগ্রামের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন- ‘যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে এবং পুলিশকে পেছনে পেছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।’

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের বক্তব্য প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণের ইঙ্গিত করে, যা নিরপেক্ষ প্রশাসন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্তরায় এবং হুমকিস্বরূপ। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে এ ধরনের ঔদ্বত্যপূর্ণ, ফ্যাসিস্ট বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে এ ধরনের বক্তব্য নব্য স্বৈরাচার হওয়ার ইঙ্গিত বিধায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বলেছে, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের হীন-উদ্দেশ্য সংবলিত শাহজাহান চৌধুরীর এহেন বক্তব্য নিন্দাভরে প্রত্যাখ্যান করছি। সভ্যতা, শিষ্টাচার, বিনয় এদেশের মানুষের হাজার বছরের সংস্কৃতির অংশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করে, সুশাসন ও জনসেবা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সব প্রকার ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক হীন-উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহারের চেষ্টা থেকে সব রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার