নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব ও সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি জয়নাল আবদীন ফারুকসহ, কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।