Logo
Logo
×

রাজনীতি

বিএনপির দুর্বল প্রার্থী দেওয়ার রহস্য কী?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

বিএনপির দুর্বল প্রার্থী দেওয়ার রহস্য কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। বেশিরভাগ আসনে যোগ্য প্রার্থী মনোনয়ন পেলেও কিছু কিছু আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিদ্রোহ দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে রোজ বিক্ষোভ ও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। বিশেষত রংপুর বিভাগের কিছু আসনে দুর্বল প্রার্থী মনোনয়নের অভিযোগ উঠে।

রংপুর বিভাগের একাধিক জেলা থেকে নেতা ও দলের দায়িত্বশীলরা জানান, মনোনয়নের ক্ষেত্রে সেখানে রহস্য দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, যেখানে জামায়াতের প্রার্থী মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, সেখানে বিএনপির জনপ্রিয় প্রার্থী বাদ দিয়ে দুর্বল প্রার্থী মনোনয়ন পেয়েছেন। বিষয়টির পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।

রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন জেলার অন্তত দশজন নেতা জানান, বেশ কয়েকটি আসনে মনোনয়ন দেখে মনে হয়েছে অন্য দলের ইশারায় বিএনপির দুর্বল প্রার্থীকে নির্বাচন করা হয়েছে যাতে ওই দলের প্রার্থী জয়ী হতে পারেন। তারা উল্লেখ করেন, রংপুরের দুটি, গাইবান্ধার একাধিক ও কুড়িগ্রামের দু’টি আসনে এমন মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয় নেতারা অভিযোগ করেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর ওই আসনে অন্য দলের অনুসারীরা মিষ্টিমুখ দেখিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে তারা দলের সাংগঠনিক টিমকে বাদ দিয়ে অন্য নিরপেক্ষ টিমকে তদন্তের অনুরোধ করেছেন।

এদিকে, স্থানীয় পর্যায়ে এই মনোনয়ন বিতর্ক দলের অভ্যন্তরীণ শান্তি ও নির্বাচনী প্রস্তুতিকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার