৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৪২ এএম
আগামী জাতীয় নির্বাচনে সুন্নি জোট দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি।
রোববার বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় একটি মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তাহেরি বলেন, ধর্মীয় বিভ্রান্তি, উগ্রতা ও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোটকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তার মতে, সম্মিলিতভাবে কাজ করলেই দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব।
তিনি আরও বলেন, এ দেশ পীর–আউলিয়াদের ঐতিহ্যে সমৃদ্ধ এবং এই ধারার অনুসারীরাই বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাহেরির ভাষ্য, আহলে সুন্নাত ওয়াল জামাআত কোরআন–সুন্নাহভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে চায়।
তিনি তরিকতপন্থী অনুসারীদের উদ্দেশে বলেন, সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকলে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা হান্নান, চাঁদপুর সদর–৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী এ এইচ এম আহসানুল্লাহসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা।