Logo
Logo
×

রাজনীতি

হাল ছাড়ছেন না বিএনপির মনোনয়নবঞ্চিতরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

হাল ছাড়ছেন না বিএনপির মনোনয়নবঞ্চিতরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত নেতাদের পক্ষে নানা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন অনুসারীরা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও হাল ছাড়ছেন না মনোনয়নপ্রত্যাশীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণে কর্মসূচিতে নতুনত্ব আনার প্রয়াস ছিল অনেকের।

সোবহানের সমর্থনে হিন্দু নেতাকর্মীদের সমাবেশ

বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থনে মানববন্ধন ও সমাবেশ করেছে দলের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদর থানা গেটের সামনে সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন তারা। 

সমাবেশে বক্তব্য দেন বাকাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, রাজিহার ইউনিয়ন যুগ্ম সম্পাদক রবীন্দ্র নাথ গাইন ও দিলীপ ঘটক, রত্নপুর ইউনিয়নের যুগ্ম সম্পাদক অমল বাড়ৈ, বিএনপি নেতা অর্পণ ভাবুক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, অসীম জয়ধর, হাসি মধু, শিখা রানী, পমিলা মধু, দেলোরা মধু প্রমুখ। 

বক্তারা বরিশাল-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপনের মনোনয়ন পরিবর্তন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে চূড়ান্ত মনোনয়ন দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু, মো. রাশেদুল ইসলাম টিটন, মো. মাহাবুবুর রহমান, মো. শোভন রহমান মনির প্রমুখ। 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রার্থী  পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জের সোনা মসজিদ মধ্য বাজার এলাকায় বিএনপির একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এ আসনে অধ্যাপক মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে চূড়ান্ত প্রার্থী দাবি জানান। কর্মসূচি পালনের এক পর্যায়ে অধ্যাপক শাজাহান ও শাহিন শওকতের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুরাদের সমর্থনে নারী সমাবেশ

ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদকে সমর্থন জানিয়ে নারী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল শুক্রবার সকালে উপজেলার  কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে ১০ হাজারেরও বেশি নারী অংশ নেন। 

কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সহসভাপতি খন্দকার আইয়ুব, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, ইয়াছিন ফেরদৌস মুরাদ গত ১৭ বছরে অর্ধশতাধিক মামলার আসামি হয়েও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত রাজপথে লড়েছেন। নির্যাতনসহ কারাভোগ করেছেন। কখনও রাজপথ ছাড়েননি। দলের প্রতি তাঁর ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে তাঁকে ঢাকা-২০ আসনে চূড়ান্ত প্রার্থী হবে বলে তারা আশাবাদী। 

মিলনের পক্ষে সংবাদ সম্মেলন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কচুয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ।

বক্তারা বলেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. এহসানুল হক মিলনের বিরুদ্ধে সম্প্রতি যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু বিবেচনা করেই ড. মিলনকে মনোনয়ন দিয়েছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও দলীয় সিদ্ধান্ত মেনে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আজীজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম, এম এ ফয়েজ, উপজেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান প্রমুখ।

প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় গোড়াই ফ্লাইওভারের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করে। 

সমাবেশে বক্তব্য দেন সাইদুর রহমান সাইদ সোহরাব, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, ছোরহাব হোসেন, মাহবুব শিকদার, সেতু হায়দার খান, আলী আযম খান প্রমুখ। 

এর আগে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেস শাহ আলমের নেতৃত্বে এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

মনোনয়নবঞ্চিত ৭ জনের পক্ষে মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে (নবীনগর) বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা মশাল মিছিল কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সদস্য হযরত আলীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশসহ ধারাবাহিক নানা কর্মসূচি পালন করছেন মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা। এ আসনে তকদির হোসেন মোহাম্মদ জসিম, সাইদুল হক সাইদ, সালাহ উদ্দিন ভূইয়া শিশির, নাজমুল হোসেন তাপস, নাজমুল করিম, কে এম মামুন অর রশিদ, রাজিব আহসান চৌধুরী পাপ্পুর মধ্য থেকে যে কোনো একজনকে মনোনয়ন দিতে দাবি জানিয়েছেন তারা। 

লেলিনের অনুসারীদের জনমত জরিপ সভা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত রাহিদ মান্নান তালুকদার লেলিনের অনুসারীরা ‘ধানের শীষের জনমত জরিপ’ সভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে রায়গঞ্জের ধুবিল বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জরুরি ভিত্তিতে এ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আইনুল হকের পরিবর্তে লেলিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

দুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রায়গঞ্জ ছাত্রদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নলকা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা আকন্দ, জেলা যুবদলের সহসভাপতি রাশিদুল হাসান পাপন প্রমুখ। সভা সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদল আহ্বায়ক রাশেদ হাসান পাপন। 

সভায় বক্তারা অভিযোগ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দশ মাস আগে আইনুল হককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সম্প্রতি ওই প্রত্যাহার আদেশ তুলে নেওয়া হয়। আইনুলকে এ আসনটির বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তারা সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের ছেলে লেলিনকে দলের চূড়ান্ত প্রার্থী করার দাবি জানান।  

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার