Logo
Logo
×

রাজনীতি

আরেক নেতাকে সুখবর দিল বিএনপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

আরেক নেতাকে সুখবর দিল বিএনপি

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ গ্রহণের অভিযোগে হারানো পদ ফিরে পেলেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। তিনি সালথা উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।

পদ ফিরে পাওয়ার পর বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর বলেন, দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। শাস্তি হিসেবে তখন দল আমাকে বহিষ্কার করে। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়ে নীরবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। কিছুদিন আগে দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে। আমি দলের প্রতি সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মো. আছাদ মাতুব্বর সালথা উপজেলায় দুইবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার