রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা : পরিবর্তন আসতে পারে ২৫-৩০টি আসনে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৫৫ এএম
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিভিউ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা। পরিবর্তন আসতে পারে ২৫ থেকে ৩০টি আসনে। ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি- তাদের মধ্য থেকে নতুন করে যুক্ত করা হতে পারে ১০ থেকে ১৫ জনের নাম। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হতে পারে কমপক্ষে ২০টি নাম। ফলে ঘোষিত তালিকা থেকেও বাদ যাবেন বেশ কিছু প্রার্থী। নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলীয় প্রার্থীর সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেন। সেদিন তিনি বলেছিলেন, এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা। চূড়ান্ত কোনো তালিকা নয়। এ তালিকার যে কোনো নাম কিংবা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দলের নীতিনির্ধারণী একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। যোগ্য প্রার্থী অনেক। মনোনয়ন ঘোষণায় কয়েকটি আসনে ক্ষোভ-বিক্ষোভ হতেই পারে। আমরা পর্যবেক্ষণ করছি। তবে ফাঁকা (৬৩টি) আসনের সবগুলো শরিকদের জন্য রাখা হবে না। এর মধ্যে দলীয় আসনও রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবেন এটাই স্বাভাবিক। বেশ কয়েকটি আসনে যোগ্য প্রার্থী বাদ পড়তে পারেন। হাইকমান্ড সেটি বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
জানা যায়, তালিকা ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে ঘোষিত প্রার্থীদের আচরণের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। একই সঙ্গে তৃণমূলে ঐক্য গঠনের উদ্যোগে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেও ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত এক-পঞ্চমাংশ আসনে তীব্র ক্ষোভ ও বিরোধ দেখা গেছে। নির্বাচনসংশ্লিষ্ট দলের দায়িত্বশীল নেতাদের তদন্তে জানা গেছে, এসব আসনে মনোনয়নবঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। তাদের মতে, প্রার্থী নির্বাচন পুনর্মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন।
সাম্প্রতিক ঘোষিত তালিকায় দলটির অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম নেই। এর মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবির, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দীন আলম, সাবেক এমপি রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই। এ ছাড়াও রয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতারা। সব মিলে দলটির শীর্ষ নেতৃত্ব ওই মনোনয়ন তালিকার অন্তত ২৫ থেকে ৩০টি আসনে পরিবর্তন বা সংশোধন আনতে যাচ্ছেন বলে জানা যায়। যারা মনোনয়ন পেয়ে মাঠে আছেন তাদের কীভাবে ম্যানেজ করা হবে; অন্যদিকে যারা পুনর্বিবেচনায় মনোনয়ন পাবেন তারা মাঠ কীভাবে সামলাবেন- সেসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে দলের নীতিনির্ধারণী মহলে।
বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর অনেক আসনে মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভিতরে ভিতরে বঞ্চনার দুঃখ-বেদনা এবং ক্ষোভ-বিক্ষোভে ফুঁসছেন। ইতোমধ্যে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ থেকে কমপক্ষে সাতটি জেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক-রেলপথ অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও মুন্সিগঞ্জ। এর মধ্যে কয়েকটি জেলায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন নেতা-কর্মী।
সিনিয়র নেতাদের মতে, এবারের মনোনয়নে বিগত আন্দোলনে ভূমিকা দেখে প্রার্থী হিসেবে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে দেখে। অন্যদিকে দলের অনেক সিনিয়র নেতার সন্তান, ভাই কিংবা স্ত্রীসহ মনোনয়নপ্রত্যাশী আত্মীয়স্বজনও এবার মনোনয়নবঞ্চিত হয়েছেন। ফলে তাদের ভিতরেও একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের মতে, এক পরিবারে একজনের বেশি মনোনয়ন পাবেন না- ‘বিএনপি এমন নীতিতে বিশ্বাসী’ বলে এসব আসনে পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়নি। যদিও এসব আসনে দলের আরও শক্তিশালী প্রার্থী আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছিলেন। এসব পক্ষ-প্রতিপক্ষের কারণে সৃষ্ট দ্বন্দ্বে তৃণমূল কর্মীদের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে।
ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় ৮৪ জন প্রার্থী একেবারেই নতুন। এর আগে তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে এদের মধ্যে অন্তত ১০ জন রয়েছেন, যাদের বাবা কিংবা মা এর আগে এমপি ছিলেন। এ ছাড়া দুজনের স্বামী এমপি কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। বিএনপির প্রার্থী তালিকায় চারজন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু আছেন। রয়েছেন ১১টি আসনে ৯ জন নারী প্রার্থীও। যদিও প্রার্থী ঘোষণার পরদিনই মাদারীপুর-১ আসনের কামাল জামান মোল্লার নাম ঘোষণা হলেও তা স্থগিত করে দলটি।
শরিক দলগুলোর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৫, জাতীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫, এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রাম-১৪, দলটির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ কুমিল্লা-৭, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব লক্ষ্মীপুর-৪, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, দলটির মহাসচিব রাশেদ খান ঝিনাইদহ-২, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি-১, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ এবং গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনীতি করার পর এখন কোনো দলে না থাকা ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে প্রার্থী হতে যাচ্ছেন। যদিও এসব আসনে এখনো কারও নাম ঘোষণা করেনি বিএনপি। তবে উল্লিখিত আসনে জোটের প্রার্থীরা যে মনোনয়ন পাবেন, তা অনেকটাই নিশ্চিত।
এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিএনপির সঙ্গেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আসন সমঝোতার ব্যাপারে যুগপতের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরও হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জোট নয়, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে বিএনপির দুই দফা ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনানুষ্ঠানিক আলোচনা এখনো চলমান আছে, এ মাসের মধ্যেই আবারও বৈঠকের মাধ্যমে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।