Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা... অতঃপর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা... অতঃপর

জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি ৩২ নম্বরে টানটান পরিস্থিতির মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।

ঘটনাস্থলে দুইটি বুলডোজার আসায় উত্তেজনা বাড়লে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এই উত্তপ্ত পরিবেশে রাফিয়া পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান।

এমন সময় আশপাশ থেকে কেউ মন্তব্য ছুড়ে দেন, ‘পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন নাকি?’

এই মন্তব্য শুনেই রাফিয়া তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বারবার খুঁজে জানতে চান কে এমন কথা বলেছে। পুলিশের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন ‘আপনারা কী দেখে মনে করলেন আমি ভাইরাল হতে এসেছি?’

ঘটনার পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে রাফিয়া জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছে তাঁর নেই।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সোজা কথা— আমি ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি-জামায়াত, সবদলই আমাকে হতাশ করেছে। এনসিপি নিয়ে কিছু আশা ছিল, সেটাও ক্রমে ভেঙে যাচ্ছে। ‘মন্দের ভালো’ ভেবে কোনো দলে যাওয়ার চিন্তাও করি না।”

তিনি আরও উল্লেখ করেন, ‘যতদিন অত্যাচারিত মানুষ লাঠিচার্জের শিকার হবে, যতদিন স্বৈরাচারের ছায়া রাষ্ট্রের ঘাড়ে চেপে থাকবে, ততদিন অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলব। আমার কোনো দল নেই, কোনো স্বার্থও নেই। শুধু নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোই আমার লক্ষ্য।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার