Logo
Logo
×

রাজনীতি

জমিয়ত চায় ১২ আসন, বিএনপি রাজি ৫টিতে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম

জমিয়ত চায় ১২ আসন, বিএনপি রাজি ৫টিতে

২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। কিন্তু শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো নির্ধারণ না হওয়ায় মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। শীর্ষ নেতারা বলছেন, শরিক দলগুলোর নজর থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও অসহযোগিতা জোটে অস্বস্তি তৈরি করছে। ফলে যত দেরিতে আসন সমঝোতা চূড়ান্ত হবে, ততই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা কঠিন হবে।

এমন প্রেক্ষাপটে মিত্র রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে দ্রুত আসন ঘোষণা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে না যাওয়ার নিশ্চয়তা চাইবে শরিকরা।

এদিকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জমিয়ত বিএনপির কাছে অন্তত ১২টি আসন দাবি করেছে, কিন্তু বিএনপি সর্বোচ্চ ৫টি আসন দিতে রাজি হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, জমিয়তের পক্ষ থেকে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে। সেই তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আমির উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১), কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী (সিলেট-৪), জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২), মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪), মোখলেছুর রহমান চৌধুরী (কিশোরগঞ্জ-১), শোয়ায়েব আহমদ (সুনামগঞ্জ-২) ও তালহা ইসলাম (নড়াইল-২)। একটি সূত্র জানিয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামকে সর্বোচ্চ ৫টি আসনে ছাড় দিতে চায় বিএনপি। 

জমিয়তের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আলোচনায় বেশ কিছু আসনে দরকষাকষি চলছে। তাদের দাবি, জোটে যাওয়ার আগে অন্তত ১২টি আসনে ছাড় নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা জোটে যাবে না।

জানতে চাইলে জমিয়তে উলামায়ে ইসলামের আমির উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘এ বিষয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। আলোচনা এখনো চলমান। আমরা বেশ কয়েকটি আসন চেয়েছি, এর মধ্যে বিশেষ কয়েকটি আসন নিয়ে বেশ দরকষাকষি হচ্ছে। এখনো চূড়ান্ত হয়নি। আমাদের চাহিদামতো আসন না দিলে জোট নাও করতে পারি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার