Logo
Logo
×

রাজনীতি

গৃহবিবাদে জর্জরিত বিএনপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

গৃহবিবাদে জর্জরিত বিএনপি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে গৃহবিবাদে জর্জরিত বিএনপি। দলের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গ্রুপ এবং মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এরই মধ্যে একাধিকবার তারা সংঘর্ষে জড়িয়েছেন। আসনটিতে বিএনপি চারভাগে বিভক্ত। তাই দলীয় প্রার্থীর সামনে বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ কোন্দল। আসনটিতে জামায়াতের শক্তিশালী প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান না হলে সেখানে সুযোগ নিতে পারে জামায়াত।

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। আসনটিতে ডাকসুর সাবেক সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী, সাবেক সংসদ-সদস্য প্রয়াত আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা ও সাবেক সংসদ-সদস্য এটিএম আলমগীর পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির মনোনয়ন ঘিরে মো. আবুল কালাম গ্রুপ ও সামিরা আজিম দোলা গ্রুপ মারমুখী অবস্থানে রয়েছে। আবুল কালামের মনোনয়ন মানতে নারাজ দোলা। তাই বিএনপির ৩১ দফা নিয়ে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়ে এ দুই গ্রুপ। এতে দোলা গ্রুপের ৫০ এবং কালাম গ্রুপের ১০ জন আহত হন।

আসনটিতে তৃণমূল ভাবনায় রয়েছেন ড. রশীদ আহমেদ হোসাইনী। সংঘাত সহিংসতা এড়িয়ে তিনি ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন।

তাছাড়া আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ভোট ব্যাংক রয়েছে। আওয়ামী লীগ, জামায়াতের ভোট এবং বিএনপির গৃহবিবাদ পালটে দিতে পারে সব হিসাব-নিকাশ।

আরও পড়ুন
সামিরা আজিম দোলা বলেন, ইতঃপূর্বে একাধিকবার আমার নেতাকর্মীর ওপর হামলা করা হয়েছে। আমি দলের জন্যই কাজ করছি। বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে ফোন করলে তিনি সাড়া দেননি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা-৯ আসনের গৃহবিবাদ নিরসনে কাজ চলছে। দলের স্বার্থে এখানে সব দ্বন্দ্ব ভুলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, এ আসনের সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে বৈঠকের আয়োজন করা হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার