মেয়ের জন্য কেনা ব্যাগ ও মামলা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কারাভোগের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পোস্টে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, জেল-জুলুম এবং ব্যক্তিগত কষ্টের কথা যেমন তুলে ধরেছেন, তেমনি তার মেয়ের জন্য কারাগার থেকে কেনা একটি ব্যাগের আবেগঘন স্মৃতিও বর্ণনা করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজের মির্জা ফখরুল তার মেয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের একটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেন।
তিনি লেখেন, আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কি না এই ব্যাগটা! প্রশ্ন করা হয়নি ছেলেটাকে!
তার বিরুদ্ধে দায়ের হওয়া বিপুল সংখ্যক মিথ্যা মামলার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দি ছিল, মিথ্যা মামলায়! আমি নিজে, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা, ১১০-এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম! কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে! আসিফ নজরুল একবার পত্রিকায় লিখেছিলেন একটি কলাম ‘রাষ্ট্র বনাম মির্জা ফখরুল’! জেলে মাটিতেও শুতে হয়েছিল!’
তিনি আরও জানান যে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিনিময়ে মুক্তির প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু ‘প্রহসনের নির্বাচন’-এ তারা অংশ নেননি, যার ফলস্বরূপ তাকে ৭ বার জামিন প্রত্যাখ্যাত হতে হয়েছে।
দীর্ঘ কষ্টের কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান: তিনি কোনো ধরনের প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান।