Logo
Logo
×

রাজনীতি

কে কে বিয়ে করেননি, জামায়াত আমিরের প্রশ্নে হাত তুললেন কারা?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

কে কে বিয়ে করেননি, জামায়াত আমিরের প্রশ্নে হাত তুললেন কারা?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিয়ে সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে ধারণ করা হয় ভিডিওটি। এতে তিনি ছাত্রনেতাদের কাছে জানতে চান, কারা এখনও বিয়ে করেননি? এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অনেকে হাত তোলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসু, রাকসু ও চাকসুর বর্তমান কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকেই এখনো অবিবাহিত। তাদের মধ্যে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন; রাকসুর ভিপি মোস্তাকুর রহমান, জিএস সালাহউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বির; জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম এবং এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান। এছাড়াও চাকসুর ভিপি ও এজিএস পদে থাকা নেতারাও এখনও বিয়ে করেননি।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ‘যারা বিয়ে করেন নাই, একটু হাত তোলেন তো দেখি। যাদের বিয়ে বাকি, হাত তোলেন। আরে এটা লজ্জার ব্যাপার নাকি? তোলেন হাত তোলেন। দায়িত্ব আছে না আমাদের? ঘটকালি করা লাগবে না? হাত তোলেন।’ 

এরপর তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো ঘরে রানি তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে গোলাপের মর্যাদা দিবা।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে ‘হাত তোলার’ ইমোজি ব্যবহার করে তা নিজের ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর বিভিন্ন নেতার ফেসবুক একাউন্ট থেকে শেয়ার করতে দেখা গেছে।

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাত তোলার ইমোজি ক্যাপশন দিয়ে শেয়ার করেন। তার পোস্টের নিচে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান মন্তব্য করেন, ‘লাভ নাই, হাত তুলেই থাকেন।’

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেন, ‘বোনের বিয়ের আগে ভাই যখন বিয়ের জন্য হাত তুলে তখন ব্যাপারটা লজ্জার এবং দৃষ্টিকটু।’

একই ভিডিও শেয়ার করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটির সঙ্গে হাত তোলার ইমোজি ব্যবহার করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারও ভিডিওটি শেয়ার করেছেন।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নাই চেহারা, নাই টাকা, কে মেয়ে দিবে আমির সাব!’ রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির এবং সিনেট সদস্য ফাহিম রেজাও ভিডিওটি শেয়ার করে হাত তোলার সিম্বল ব্যবহার করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার