Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:২৯ এএম

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে। বহুল আলোচিত ‘জুলাই সনদ আদেশ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত বলেন, গুন্ডা পান্ডা নয়, নিরীহ জনগণকে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে এনসিপি। যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সঙ্গে জোট নয়। শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। আমরা সবাইকে নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবো।

তিনি আরও বলেন, যারা সংস্কার বিশ্বাস করে, তাদের নিয়ে জোট করবো। যাদের ইমেজ সংকটে, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।

সভায় এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়াসহ অন্যান্যরা।


এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আগমনে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি কানায় কানায় শাপলা কলির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার