কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।
জানা গেছে, মেহেদী হাসান সেলিম ভূইয়ার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সি স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তৃতাকালে মেহেদী হাসান সেলিম ভূইয়া ‘অসংলগ্ন’ কথা বলেন।
ঘটনার পর সভাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
নোটিশে বলা হয়েছে, উক্ত বক্তব্যের মাধ্যমে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, ‘বক্তব্য দিতে গিয়ে ভুলবশত একটি ‘নাম’ চলে আসে। এটি ছিল নিছক ‘স্লিপ অব টাং’। আমি এ ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, যেহেতু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ভাইরাল হয়েছে সেহেতু দলীয় সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে পরে ব্যবস্থা নেওয়া হবে।