বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে ৫০১ তৃণমূল নেতার অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:২৪ এএম
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর এলাকার তৃণমূলের নেতাকর্মীরা।
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ অভিযোগ তুলে দেন তারা। এতে মাগুরা-২ আসনের অন্তর্গত মোহাম্মদপুর ও সালিখা উপজেলার ১৭১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ৫০১ জন স্বাক্ষরিত এই অভিযোগে নিতাই রায় চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ার দাবি করেছেন তারা।
লিখিত অভিযোগে নেতারা বলেন, স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসা নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে বিগত তিন নির্বাচনে মনোনয়ন পেলেও একবারও জয়লাভ করতে পারেননি। নির্বাচন আসলে তিনি এলাকায় আসেন। এছাড়া বিগত ফ্যাসিবাদ আমলে তিনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখেননি।
এমনকি তিনি আইনজীবী হলেও বিগত দিনে এলাকার নেতাকর্মীদের কোনো আইনি সহায়তাও দেননি তিনি। এ অবস্থায় জনবিচ্ছিন্ন নিতাই রায় চৌধুরী ব্যতীত অন্য যেকোনো প্রার্থীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হলে তার বিজয় নিশ্চিত হবে বলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বিশ্বাস করে।
সালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকু সমকালকে বলেন, নিতাই রায় চৌধুরী বিগত তিনটি নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এবারের নির্বাচনেও তিনি নিশ্চিত পরাজিত হবেন।
মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, জনবিচ্ছিন্ন এ নেতার মনোনয়ন বহাল রাখলে আসনটি হাতছাড়া হবে।