Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ৫ জন ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম

বিএনপির ৫ জন ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার
ময়মনসিংহের ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এছাড়া বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
 
অন্যদিকে স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটি দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মো. মোরছালিন, সীতাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক মো. আলাউদ্দিন মনি, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন বাবর এবং সীতাকুন্ডু পৌর শাখার আহ্বায়ক মো. মামুন রেজা মামুনকে প্রাথমিক সদস্য পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার