Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মনোনয়ন ঘিরে দুই গ্রুপে উত্তেজনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

বিএনপির মনোনয়ন ঘিরে দুই গ্রুপে উত্তেজনা
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দুই গ্রুপ—হাজী জসিমউদ্দীন গ্রুপ ও এটিএম মিজানুর রহমান গ্রুপের মধ্যে মনোনয়ন পরিবর্তন নিয়ে উত্তেজনা চলছে। 

দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দীন জসিম। এই ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় দু’পক্ষের মুখোমুখি অবস্থান।

শনিবর (৮ নভেম্বর) সকাল ১০টায় বিএনপির একদল কর্মী-সমর্থক কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তারা হাজী জসিমউদ্দীনের মনোনয়ন বাতিল করে এটিএম মিজানুর রহমানকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় বসে স্লোগান দেন।

অন্যদিকে, হাজী জসিমউদ্দীনের সমর্থকরা ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল করেন এবং দলের সিদ্ধান্তকে স্বাগত জানান।

হাজী জসিমউদ্দীন জসিম বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এই আসন বিএনপিকে উপহার দিতে চাই। কর্মীদের আবেগ আছে—কেউ আমাকে ভালোবাসে, কেউ মিজান ভাইকে। কিন্তু আমরা সবাই একই দলের মানুষ। এই গ্রুপিং খুব শিগগিরই মিটে যাবে। 

দলের নেতা কর্মীরা বলেন- দল যদি পুনর্মূল্যায়ন করে অন্য কাউকে প্রার্থী করে, তবুও আমরা দলের পক্ষেই কাজ করব। দলের বাইরে আমরা কেউ নই। 
আরও পড়ুন

এদিকে, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, দল আমাকে মনোনয়ন দেয়নি। আমার কর্মীরা ভালোবাসা থেকে আন্দোলন করছে—আমি কাউকে রাস্তায় নামতে বলিনি। আমি দলের সিদ্ধান্তের বাইরে নই।

এ সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে, এনসিপি, এবি পার্টি ও নাগরিক ঐক্যর মতো শরিক দলগুলোও ঘোষিত প্রার্থী পরিবর্তনের জন্য তদবিরে সক্রিয় রয়েছে—তারা শরিক দলের জন্য আসনটি বাগিয়ে নিতে চাইছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার