Logo
Logo
×

রাজনীতি

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ এএম

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরখান থানাধীন চামুরখান এলাকায়। ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয় এবং আদালতের নির্দেশে উত্তরখান থানায় মামলা নং-১ (১১)২৫ হিসেবে রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ২২ অক্টোবর সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বাংলাদেশ আই হসপিটালের সামনে আনিসুর রহমান তালুকদার খোকনের নিজস্ব গাড়িতে উঠতে বলেন ওই নারীকে। পরবর্তীতে সকাল ১১টার দিকে তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে উত্তরখানের চামুরখান এলাকার ‘তালুকদার বাড়ি’ নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে চাকরির শর্তের কথা বলে অভিযুক্ত ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন। নারী প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাট থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, নারীকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

পরে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, এটি ‘পুলিশ কেস’, তাই থানার মাধ্যমে ধর্ষণ পরীক্ষা করতে হবে। পরামর্শ অনুযায়ী ভুক্তভোগী নারী থানায় যান, কিন্তু তখন পুলিশ মামলা না নিয়ে আদালতের মাধ্যমে মামলা করার পরামর্শ দেয়। পরে আদালতের নির্দেশে মামলাটি রুজু হয়।

ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ২২ অক্টোবর সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বাংলাদেশ আই হসপিটালের সামনে আনিসুর রহমান তালুকদার খোকনের নিজস্ব গাড়িতে উঠতে বলেন ওই নারীকে। পরবর্তীতে সকাল ১১টার দিকে তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে উত্তরখানের চামুরখান এলাকার ‘তালুকদার বাড়ি’ নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে চাকরির শর্তের কথা বলে অভিযুক্ত ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন। নারী প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাট থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, নারীকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত আনিসুর রহমান তালুকদার খোকন প্রভাব খাটিয়ে পুলিশের কিছু কর্মকর্তা ও আইনজীবীদের মাধ্যমে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। পরিবারের দাবি, মামলাটি তুলে না নিলে ভুক্তভোগী নারী ও তার দুই কন্যা সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আনিসুর রহমান তালুকদারের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার