Logo
Logo
×

রাজনীতি

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০১ এএম

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকরা। এই আসনে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাদেবপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে শহরের লিচুবাগান এবং শিবগঞ্জ মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা জনির সমর্থকরা। 

এতে নওগাঁ- মহাদেবপুর অঞ্চলিক সড়কের যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হয়। পরে বিক্ষোভ শেষে শহরের বকের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাকে বাদ দিয়ে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে এই আসন বিএনপির হাতছাড়া হতে পারে। তাই আমরা দ্রুত এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাই। 

বিএনপি নেতা পারভেজ আরিফিন সিদ্দিকী জনি বলেন, এই মনোনয়নই চূড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন এটি পরিবর্তন হতে পারে। রাজনীতি থেকে প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাসের ষড়যন্ত্র চলছে। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র এখনো সক্রিয়। সাধারণ ভোটারদের সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া হবে। 

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী পরপর চার বার এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার