Logo
Logo
×

রাজনীতি

ঐক্য শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে উত্তরায় বিএনপির ভিন্নধর্মী মিছিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫২ এএম

ঐক্য শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে উত্তরায় বিএনপির ভিন্নধর্মী মিছিল

ঢাকা-১৮ আসনে (উত্তরা) ঐক্য , শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে ভিন্নধর্মী একটি মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকাল ৩টায় রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার কাওলা আমতলা থেকে মিছিলটি শুরু হয়। কাওলা বাজার, বনরুপা, খিলক্ষেত রেল গেট, খিলক্ষেত বাজার হয়ে খিলক্ষেত আবুরটেক এসে শেষ হয়।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘change your self to change Bangladesh’ ব্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।

শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলটি হয়। এতে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এর আগে বিকাল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়।

মিছিলটি তুরাগ থানার কামার পাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়। ‘change your self to change Bangladesh’ ব্যানারে তাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার