Logo
Logo
×

রাজনীতি

ঢাকা উত্তরে বিএনপির সভাপতি-সম্পাদককে বহিষ্কারের পর কমিটি স্থগিত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৫ এএম

ঢাকা উত্তরে বিএনপির সভাপতি-সম্পাদককে বহিষ্কারের পর কমিটি স্থগিত

‎ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বহিষ্কারের পর এবার পুরো কমিটি স্থগিত করা হয়েছে।

‎শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

‎এর আগে গত ১২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির

‎মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপুকে বহিষ্কার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার