Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় নড়াইল জেলার ৩টি উপজেলা, একটি থানা ও ৩টি পৌরসভার (মোট ৭টি ইউনিট) কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক নড়াইল সদর উপজেলা, লোহাগড়া উপজেলা, কালিয়া উপজেলা, নড়াগাতি থানা, নড়াইল পৌর, লোহাগড়া পৌর ও কালিয়া পৌর শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলার মেয়াদোত্তীর্ণ সাতটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি করা হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার