Logo
Logo
×

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী

বরিশাল-২ আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমদ সান্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন এ দেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস সরফুদ্দিন আহমদ সান্টু বলেন, বিএনপি থেকে তৃতীয়বার মনোনয়ন পাওয়ায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এস সরফুদ্দিন আহমদ সান্টু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে আমি কথা দিচ্ছি; নির্বাচনের পর আপনাদের কাজের জন্য আর কোনো নেতার বাড়ি যেতে হবে না। নেতারা আপনার বাড়ি গিয়ে খোঁজ নিবেন।

তিনি বলেন, আমি বিজয়ী হলে জনসেবা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি মো. এমরান হোসেন প্রিন্স, উপজেলা বিএনপির সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার