নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
আগামী নির্বাচনে আর্থিক খরচের বিষয়টি মাথায় রেখে এখনও নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারছে না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলছেন, যে পরিমাণ টাকা নির্বাচনে ব্যয় করতে হয়, তা তার কাছে নেই। অন্যদিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলোচনা জনপ্রিয় হয়ে উঠেছে, তার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাননি বলেও অভিমত দেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিপ্লব থেকে বিপ্লবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২০২৪ এর গণঅভ্যুত্থান। প্রতিটি সংগ্রাম বাংলাদেশিদের মুক্তির এক একটি অধ্যায়। তবে প্রকৃত মুক্তি কি মিলেছে? সেই প্রশ্নের উত্তর নানাজন নানাভাবে দিয়েছেন এই আলোচনা সভায়।
এতে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ফরহাদ মাজহার, অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা। প্রত্যেকের সুরেই পরিবর্তনের চাওয়া ও বাস্তবতা নিয়ে আক্ষেপ।
পরে বিদ্যমান বাস্তবতায় অর্থ ব্যয় না করে নির্বাচন করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি নির্ভর করছে আর্থিক বিষয়ের উপর।
এছাড়া আগামী ১৩ তারিখ শেখ হাসিনার মামলার রায় হতে পারে। সরকার সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান এ উপদেষ্টা।