Logo
Logo
×

রাজনীতি

ব্যারিস্টার মামুনের মনোনয়ন দাবিতে অবরোধ, ১০ কিমি যানজট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম

ব্যারিস্টার মামুনের মনোনয়ন দাবিতে অবরোধ, ১০ কিমি যানজট

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর (নুর মহলসংলগ্ন) এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের দুই পাশ অবরোধ করেন।

প্রায় আধা ঘণ্টা ধরে অবরোধ চলায় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহণ চালকরা চরম ভোগান্তির শিকার হন।

বিক্ষোভকারীরা ‘ব্যারিস্টার মামুনকে মনোনয়ন দিতে হবে’, ‘তারুণ্যের নেতৃত্ব চাই’, ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দাবি—মামুন ভাই এমপি হোক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসা জনপ্রিয় ও যোগ্য নেতা ব্যারিস্টার মামুনকে উপেক্ষা করা অন্যায় সিদ্ধান্ত। স্থানীয় কর্মীরা তার নেতৃত্বেই বিএনপিকে সংগঠিত রেখেছেন, তাই তাকে মনোনয়ন না দিলে কর্মীরা মেনে নেবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম লাবলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম, ভারেল্লা উত্তরের যুবদলের সদস্য নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. শাহ আলম, খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, ময়নামতি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল আজাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

প্রায় আধা ঘণ্টা অবরোধের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার