Logo
Logo
×

রাজনীতি

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, কত টাকা লাগবে?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, কত টাকা লাগবে?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানায় দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি।

কমিটির প্রধান ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।’

আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।’ জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা। 

তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। এছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার